রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে জয় পেল আরসিবি

আপডেট: April 10, 2021 |

কোহলি-ম্যাক্সওয়েল জুটি থেকে আসে ৫২ রান। ২৭ বলে ৩৩ রান করেন আরসিবি অধিনায়ক।

ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ২টি ছয়ে ৩৯ রান। মুম্বাইয়ের হয়ে দুটি করা উইকেট নেন যসপ্রীত বুমরাহ ও মার্কো জ্যানসেন।

এর আগে ১৪তম আসরের উদ্বোধনী আরসিবিকে ১৬০ রানের টার্গেট দেয় মুম্বাই। এই ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেন আরসিবির পেসার হারশাল প্যাটেল।

মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ক্রিস লিন। তিনি ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। তিনি ১৩ বলে এই রান করেন।

এ ছাড়া ইশান কিষান ২৮, রোহিত শর্মা ১৯ ও হার্দিক পান্ডিয়া ১ত রান করেন। শেষ দিকে সুবিধা করতে পারেননি কিয়েরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়া।

ব্যাঙ্গালুরুর হয়ে দারুণ বোলিং করেন হারশাল। তিনি একাই নেন ৫ উইকেট। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন এই পেসার।

এ ছাড়া ১টি করে উইকেট নেন কাইল জেমিসন ও ওয়াশিংটন সুন্দর। বল হাতে সুবিধা করতে পারেননি যুজবেন্দ্র চাহাল। তিনি ৪ ওভারে ৪১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর