মিসরে ৩ হাজার বছরের পুরনো নগরী আবিষ্কার

আপডেট: April 10, 2021 |

মিসরের বালি খুঁড়ে ৩ হাজার বছর আগের একটি হারিয়ে যাওয়া পুরনো নগরীর সন্ধান পাওয়া গেছে। সেখানে ফারাওরা বসবাস করতেন।

প্রতœতাত্ত্বিকরা একে তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন।

বিবিসি জানায়, খ্যাতিমান ইজিপ্টলোজিস্ট জাহি হাওয়াস বৃহস্পতিবার নীল নদের পূর্ব পাড়ের নগরী লাক্সরের কাছে ‘লস্ট গোল্ডেন সিটি’ আবিষ্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, এটা মিসরে আবিষ্কার হওয়ার সব থেকে বড় পুরাতন নগরী। যেটি ‘আতেন’ নামে পরিচিত। যেখানে এই নগরীর সন্ধান পাওয়া গেছে সেখান ২০২০ সালের সেপ্টেম্বর থেকে খোঁড়াখুঁড়ি শুরু হয়।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জন্স হপকিন্স ইউনিভার্সিটির ইজিপ্টলোজি বিভাগের অধ্যাপক বেটসি ব্রিয়ান বলেন, ‘হারিয়ে যাওয়া এই নগরীর আবিষ্কার তুতেনখামেনের সমাধির পর দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রতœতাত্ত্বিক আবিষ্কার।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর