এক বছর পর সবচেয়ে কম মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

আপডেট: April 12, 2021 |

গত এক বছর পর একদিনে যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ২৭৬ জন, এর আগে ২০২০ সালের ২৪ মার্চ ২৭২ জনের মৃত্যুর রের্কড করা হয়েছিল।

করোনা পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, শুধু কম মৃত্যুই নয়, সোমবার সকাল পর্যন্ত দেশটিতে সংক্রমণের সংখ্যাও অনেকটা কমেছে।

গত বছর সেপ্টেম্বরের ৩০ তারিখ দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ৬ মাস যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকলেও গত ২৪ ঘণ্টায় তা নেমে ৪৭ হাজার ৮৬৪ এসেছে।
করোনার পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের অনেক স্টেটে মৃত্যু এবং আক্রান্তের হার অনেক কম, বলা যাচ্ছে কিছুটা নিয়ন্ত্রণেও।

এ ছাড়া ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮৩ দশমিক ৫ মিলিয়নের মতো ভ্যাকসিনের ডোজ যুক্তরাষ্ট্রে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৩ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৯৫৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ১৯ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর