প্রথম চুমুর অভিজ্ঞতা জানালেন অনন্যা

আপডেট: April 16, 2021 |
print news

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে।

‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অনন্যা। সিনেমায় তার সঙ্গে আরো ছিলেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। এই সিনেমাতেই টাইগার শ্রফকে প্রথম চুমু খেয়েছেন অনন্যা।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, এটি আমার জীবনের প্রথম চুমু ছিল। এর আগে কখনো কাউকে চুমু খাইনি তাই তুলনাও করতে পারছি না। তবে প্রথম চুমু হিসেবে এটি সেরা ছিল।

অনন্যা অভিনীত পরবর্তী সিনেমা ‘লিগার’। এতে দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। করন জোহর প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন দক্ষিণের নিমার্তা পুরী জগন্নাথ। পুরো ভারতে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

এছাড়া সকুন বাত্রার একটি সিনেমায় দেখা যাবে অনন্যাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী। এরইমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অনন্যা। এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমা চলতি বছর মুক্তির কথা রয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর