ময়মনসিংহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: April 19, 2021 |
print news

ময়মনসিংহ নগরীতে বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার (১৮ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

নিহতরা হলেন— সুজন মিয়া (২৮), সে মৃত আবুল হোসেনের ছেলে ও সুমন মিয়া (১৩), সে সুরুজ আলীর। দুজনেই নগরীর দুলদুল ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা পল্লীর বাসিন্দা।

এসআই জানান, বালুবাহী ট্রাক ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল অসাবধানতাবশত চালিয়ে যাওয়ার পথে হঠাৎ ট্রাকের নিচে এসে পড়ে।

এতে ঘটনাস্থলেই সুজন মিয়া মারা যান। আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ট্রাক জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর