৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

আপডেট: April 22, 2021 |

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ আরোহীসহ নিখোঁজ হয়েছে। ৪৪ বছরের পুরোনো কেআরআই নাংগালা-৪০২ নামের এই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে মহড়া চালানোর সময় এটি যোগাযোগবিচ্ছিন্ন হয়। বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) দূরের পানিতে সাবমেরিনটি নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানান, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। সাবমেরিনে থাকা ৫৩ জনের খোঁজ এখনও চলছে বলে টেক্সট মেসেজে রয়টার্সকে জানিয়েছেন সেনাপ্রধান হাদি জাজান্তো।

অনুসন্ধান কার্যক্রমের জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। দেশ দুটি সাড়া দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান থেকে চালানো অনুসন্ধানে সাবমেরিনটি পানিতে ডুব দেওয়ার জায়গার কাছে তেল ছড়িয়ে থাকতে দেখা গেছে বলে।

নৌবাহিনী বলছে, পানিতে তেল ছড়িয়ে থাকার যে চিহ্ন দেখা গেছে তাতে সাবমেরিনটির জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে কিংবা এটি নাবিকদের কাছ থেকে দেওয়া সংকেতও হতে পারে।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটিকে গভীর পানিতে ডুব দেওয়ার অনুমতি দেওয়ার পরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রয়টার্স জানিয়েছে, সাবমেরিনটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন আছে। সেগুলোরই একটি নিখোঁজ হল। দেশটির ইতিহাসে এই প্রথম কোনও সাবমেরিন নিখোঁজ হলো।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর