চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল করল অস্ট্রেলিয়া

আপডেট: April 23, 2021 |

চীনের সঙ্গে বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটি এখন মনে করছে, ওই চুক্তি তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী।

বুধবার জারি করা এক সরকারি আদেশে স্কট মরিসন সরকার ভিক্টোরিয়া রাজ্য সরকার এবং চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাতিল করে দেয়। অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে ক্যানবেরা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

২০১৮ সালের ৮ অক্টোবর চুক্তিটি সই হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালের ২৩ অক্টোবর উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি কাঠামো চুক্তিও বাতিল করা হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, কমনওয়েলথের নতুন বিদেশি ভেটো আইনের অধীনে বিআরআই চুক্তি বাতিল করা হয়েছে।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড, সাউথ টাইনা মর্নিং পোস্ট

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর