শ্বাসকষ্টে ভুগে সুমো কুস্তিগিরের মৃত্যু

আপডেট: April 30, 2021 |

শ্বাসকষ্টে ভুগে মাত্র ২৮ বছর বয়সে মারা গেলেন সুমো কুস্তিগির মিৎসুকি আমানো। হিবিকিরিউ নামে পরিচিত এই কুস্তিগির এক মাস আগে ম্যাচের সময় তিনি মাথায় মারাত্মক চোট পান।

জাপান সুমো অ্যাসোসিয়েশন জানিয়েছে তীব্র শ্বাসকষ্টে ভুগে মারা গেছেন তিনি।

হিবিকিরিউ’র মৃত্যুতে সমালোচনার মুখে পড়েছে ক্রীড়া ইভেন্টটি। চোট পাওয়ার পর তাকে মেডিকেল সহায়তা দিতে ৫ মিনিটের বেশি দেরি হওয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। কুস্তিগিরদের সুরক্ষার বিষয়টিও ওঠে এসেছে তাতে।

হিবিকিরিউ’র আঘাত পাওয়া ম্যাচের সেই ভিডিওতে দেখা যায়, মাথায় আঘাত পেয়ে তিনি শুয়ে আছে আছেন অনড়। প্রতিপক্ষ খেলোয়াড় তাকে পরীক্ষা করেন। সে সময় সামান্য একটু মাথায় নাড়ান তিনি। পরে হিবিকিরিউকে স্ট্রেচারে করে গাড়িতে তোলা হয় এবং টোকিওর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর