মোদীর সফরের বিরোধিতাকারী ছাত্রদের মুক্তির দাবি ড. কামালের

আপডেট: May 8, 2021 |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতা করায় আন্দোলনকারী যেসব ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেয়ার দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ শনবিার (৮ মে) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

জামিন পাওয়া নাগরিকের অধিকার বলেও মন্তব্য করেন ড. কামাল হোসেন। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধান বিচারপতিকে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আটক ছাত্রদের মুক্তি দেয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনের পর ব্যক্তিগতভাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ রাজনীতির বলি। চিকিৎসকরা ভয়ে মুখ খুলছেন না বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর