লং মার্চ বি রকেট পড়বে ভূমধ্যসাগরে, দাবি চীনের

আপডেট: May 9, 2021 |

পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট লং মার্চ বি। গতকাল শনিবার সিএনএন জানিয়েছিল, এটি পড়তে পারে তুর্কেমেনিস্তানে। তবে আজ রবিবার রয়টার্স ও আল জাজিরা চীনের ম্যাননড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে জানিয়েছে, রকেটটি পড়বে ভূমধ্যসাগরে।

ফলে রকেটটি দ্বারা মানুষের যে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এটি নেমে আসবে পৃথিবীতে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এরপর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভেতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে, যা যেকোন সময় আছড়ে পড়তে পারে পৃথিবীতে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর