ইরানের জলযানকে তাড়াতে মার্কিন জাহাজের গুলি

আপডেট: May 11, 2021 |

কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। সোমবার পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধজাহাজের খুব কাছে এসে যায় ইরানের নৌ-বাহিনীর ১৩টি জলযান। দুই দফায় গুলি চালায় আমেরিকার কোস্ট গার্ড। ওয়ার্নিং শট। তারপর ইরানের জলযানগুলো চলে যায়।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ‘ইরানের জলযানগুলো মার্কিন যুদ্ধজাহাজের ১৩৭ মিটার বা সাড়ে চারশ ফিটের মধ্যে এসে গিয়েছিল। তখন শূন্য দশমিক ৫০ বোরের মেশিনগান থেকে গুলি চালায় মার্কিন কোস্ট গার্ড। ইরানের জলযানগুলো যখন ২৪৭ মিটার দূরে তখন প্রথমবার গুলি চালানো হয়। তারপর তারা যখন ১৩৭ মিটার দূরে, তখন আবার গুলি চালায় কোস্ট গার্ড। তারপর ইরানের জলযানগুলো ফিরে যায়।’ যুদ্ধজাহাজ ছাড়াও আমেরিকার গাইডেড মিসাইল সাবমেরিনও সেখানে ছিল।

কিরবি জানিয়েছেন, ‘এটা গুরুতর বিষয়। ওদের মনোভাব ছিল আক্রমণাত্মক। ওই এলাকায় জলযানের সংখ্যা অনেক বাড়িয়েছে ইরানের নৌ-বাহিনী। আর এটা নতুন ঘটনা নয়। কয়েক সপ্তাহ আগেও হয়েছে। নৌ-বাহিনীর সদস্যদের পরিস্থিতির মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়েছে।’

এই ঘটনা ঘটেছে এমন একটা সময়ে যখন পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ভিয়েনায় চার দফা আলোচনা হয়েছে। দিন কয়েক আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, তারা আশা করছেন, ইরান এবারে একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। সূত্র: ডিডাব্লিউ, এপি, ডিপিএ, এএফপি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর