ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি

আপডেট: May 12, 2021 |

ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের লড শহরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ ভোরে এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণের ওই শহরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ও জননিরপত্তামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদক হ্যারি ফকেট জানান, শহরে সহিংসতার বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে।

রমজান মাসে সহিংসতার স্ফুলিঙ্গ জ্বলজ্বল করছে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে, যা খুব বিপজ্জনক।

রোববার (১০ মে) থেকে ছড়িয়ে পড়া উত্তেজনার এক পর্যায়ে হামাসের রকেট চালনার পর ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালায়। এতে গাজায় শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়। এতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর