ইউক্রেন সীমান্তে অবস্থান করছে ১ লাখ রুশ সেনা

আপডেট: May 12, 2021 |

সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখনো ইউক্রেন ও ক্রিমিয়া সীমান্তে ১ লাখ সৈন্য মোতায়েন রেখেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রধান ইভান বাকানোভ এ দাবি করেছেন। গত মাসে কিয়েভের সাথে তীব্র উত্তেজনার মধ্যে সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া।

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কিও অভিযোগ করে বলেছিলেন, রাশিয়া পুরোপুরিভাবে সীমান্ত থেকে সামরিক সরঞ্জাম ও সেনা সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে।

২০১৪ সালে সরকারবিরোধী বিক্ষোভের মুখে ইউক্রেনে রাশিয়াপন্থী সরকারের পতন হয়। এরপর ইউক্রেনের রুশভাষী পূর্বাঞ্চল দোনেৎস্ক আর দক্ষিণাঞ্চল লুহানস্ক অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন এবং সেখানে ‘পিপলস রিপাবলিকস’ নামে আলাদা শাসনব্যবস্থা চালু করেন। এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে যুদ্ধ করার জন্য রাশিয়া সেনা পাঠিয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর