মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

আপডেট: May 14, 2021 |

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও তার আশপাশের এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। দেশটির জাতীয় ভূতত্ব বিভাগ এই তথ্য জানিয়েছে।

এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনও জানা যায়নি।

এদিকে একই সময়ে মালয়েশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৬ মাত্রার ভূমীকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একই ভূমিকম্প অনুভূত হয়েছে কুয়ালালামপুর ও সুমাত্রায়।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে ভূমির ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।

মালয়েশিয়ার মতো ইন্দোনেশিয়ার সুমাত্রাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর