উপহারের টিকা থেকে ৩০ হাজার ডোজ চেয়ে চীনা দূতাবাসের চিঠি

আপডেট: May 14, 2021 |

উপহারের টিকা থেকে বাংলাদেশে থাকা নিজ দেশের নাগরিকদের জন্য ৩০ হাজার ডোজ ভ্যাকসিন চেয়ে সরকারকে চিঠি দিয়েছে চীনা দূতাবাস। ভ্যাকসিনেশনের জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নিতে চায় দেশটি।

সেরামের প্রতিশ্রুতির টিকা না মিললেও, ১২ মে দেশে এসে পৌঁছায় চীনের উপহারের ৫ লাখ ডোজ।

উপহারের টিকা থেকে বাংলাদেশে থাকা নিজ দেশের নাগরিকদের জন্য ৩০ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছে চীনা দূতাবাস। ভ্যাকসিনেশনের জন্য, রাজধানীর আনোয়ার খান মডেল মেডিকেল হাসপাতালকে বেছে নিতে চায় দেশটি। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছে।

চীনা দূতাবাসের পক্ষে ৩০ হাজার ডোজ টিকা সরকারের কাছে থেকে সংগ্রহ করবে আনোয়ার খান মডেল মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ।

আর ভ্যাকসিনেশনের জন্য অবকাঠামোগত সহায়তাও দেবে হাসপাতালটি।

চীনা দূতাবাসের দাবি, বাকি ৪ লাখ ৭০ হাজার টিকায় ২৮ দিনের কার্যক্রম চালানো যাবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর