ভারতে ঘূর্ণিঝড় ‘তাউকতে’র আঘাতে নিহত বেড়ে ৬

আপডেট: May 16, 2021 |

করোনা বিপর্যয়ের মধ্যেই ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘তাউতে’। এরই মধ্যে দেশটির কেরালা ও কর্নাটক অঙ্গরাজ্যে ৬ জন নিহত হয়েছেন।

দেশটির আবওহাওয়া অফিস গুজরাটের উপকূলসহ একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার (১৮ মে) ভোরে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল অতিক্রম করবে।

তাউতের প্রভাবে এরইমধ্যে কেরালা, কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হচ্ছে। শনিবার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

বর্তমানে ঝড়টি গোয়া থেকে একশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার এবং পণ্যবাহী বিমান প্রস্তুত রেখেছে বিমানবাহিনী। কেরালা, কর্নাটক, গুজরাট, গোয়া এবং মহারাষ্ট্রে একাধিক দল মোতায়েন করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর