লিলের সঙ্গে ব্যবধান কমাল পিএসজি

আপডেট: May 17, 2021 |

শক্তিতে বেশ পিছিয়ে থাকা রাঁসের বিপক্ষে রোববার পিএসজি পেল সহজ জয়। এরফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিলের বিপক্ষে পয়েন্টের ব্যবধান কমাল ফরাসি ক্লাবটি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে পিএসজি। নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। পরের দুটি গোল করেন মার্কিনিয়োস ও মোইজে কিন।

একই সময়ে শুরু হওয়া ম্যাচে ঘরের মাঠে সাঁত এতিয়েনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিল। ৩৭ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে রোববার ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় পিএসজি। এদিন ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রাঁস; এমবাপের শট ডি-বক্সে হাত দিয়ে ঠেকানোয় সরাসরি লাল কার্ড দেখেন ইউনিস আব্দেলহামিদ। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন নেইমার।

এদিকে ২৪তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে ক্লিয়ার না করে আরেক সতীর্তের দিকে বল বাড়ান ডিফেন্ডার টমাস ফোকেট। সুযোগ বুঝে ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা।

৬৮তম মিনিট পর জয় প্রায় নিশ্চিত হয়ে যায় পিএসজির। নেইমারের কর্নারে হেডে স্কোরলাইন ৩-০ করেন অধিনায়ক মার্কিনিয়োস। এদিকে নির্ধারিত সময় শেষের আগের মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে দলের শেষ গোলটি করেন কিন।

শেষ রাউন্ডে আগামী রোববার লিগ টেবিলের নিচের দিকের দল ব্রেস্তের মাঠে খেলবে পিএসজি। আর স্বাগতিক অঁজির মুখোমুখি হবে লিল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর