চলছে দূরপাল্লার যাত্রীবা‌হী বাস

আপডেট: May 17, 2021 |

ঈদের ছু‌টি শে‌ষে মানুষের কর্মস্থলে ফেরায় মহাসড়‌কে বে‌ড়ে‌ছে দূরপাল্লার বাস চলাচল। ত‌বে আন্তঃজেলা ব্যতীত দূরপাল্লার বাস চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা থাক‌লেও সে‌টি মান‌ছেন না চালক ও প‌রিবহন মা‌লিকরা।

আজ সোমবার (১৭ মে) ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে দূরপাল্লার যাত্রীবা‌হী বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে। য‌দিও এসব প‌য়ে‌ন্টে পু‌লিশের উপ‌স্থি‌তি লক্ষ্য করা গে‌ছে।

এ ছাড়া মহাসড়‌কে প‌রিবহ‌নের তেমন চাপ নেই। অন্যান্য দি‌নের মতোই প‌রিবহন চলাচল কর‌তে দেখা গে‌ছে। ত‌বে চালক‌দের দাবি, দীর্ঘ দিন বেকার থাকায় বাধ্য হ‌য়ে‌ বাস নি‌য়ে মহাসড়‌কে বে‌র হয়েছেন তারা।

জানা গে‌ছে, দি‌নে মহাসড়‌কে গণপ‌রিবহন চলাচল সী‌মিত থাক‌লেও রা‌তে সংখ্যা বে‌শি থা‌কে। এ ছাড়া পিকআপ ভ্যান, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। এক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান তারা।

যাত্রীবা‌হী বাসচালকরা জানান, সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের সংসা‌র খরচ‌ বন্ধ হয়‌নি। বাধ্য হ‌য়ে বাস চালা‌চ্ছি। এ জন্য মামলাও খে‌তে হ‌চ্ছে। ঢাকা যে‌তে অ‌নেক জায়গায় বাঁধার সম্মু‌খীন হ‌লেও আবারো ঢাকামু‌খী হ‌চ্ছেন তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছে‌ড়ে আসা অ‌নেক বাস ফেরত দেওয়া হ‌চ্ছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর