ইসরায়েলে অস্ত্র সরবরাহে ইতালির সমুদ্রবন্দর শ্রমিকদের অস্বীকৃতি

আপডেট: May 17, 2021 |

ইহুদিবাদী ইসরায়েল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর পরিকল্পনা নিয়েছেন ইতালির বন্দর শ্রমিকরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে অস্ত্র চালান সরবরাহে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ত্রের একটি চালান ইসরায়েলে যাচ্ছে- এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেন।

অস্ত্র ভর্তি কয়েকটি কনটেইনার জাহাজে তুলে দেয়ার জন্য বন্দর শ্রমিকদের টিপস দেওয়ার পর শ্রমিকরা জানাতে পারেন যে, এসব কনটেইনার ইসরায়েলের বন্দরনগরী আশদোদে যাবে। এসব কনটেইনারে অস্ত্র ও গোলাবারুদ ছিল।

ইতালির অনলাইন পত্রিকা কন্ট্রোপিয়ানো লিখেছে, অস্ত্র ও বিস্ফোরক ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য ব্যবহৃত হবে, যাদের ওপর এইর মধ্যে ইসরায়েল মারাত্মক হামলা চালিয়েছে। ইসরায়েলি আগ্রাসনে দুই শতাধিক সাধারণ মানুষ মরা গেছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর