বাইডেনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মুসলিম গ্রুপগুলোর বয়কট

আপডেট: May 17, 2021 |

আমেরিকার শীর্ষস্থানীয় মুসলিম মানবাধিকার সংগঠনগুলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজন করা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে। আমেরিকার স্থানীয় সময় রোববার হোয়াইট হাউজে এ অনুষ্ঠান হওয়ার কথা।

মুসলিম গ্রুপগুলো বলছে- গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তা সমর্থন করেছেন। তিনি একে তার ভাষায় ইসরাইলের আত্মরক্ষার অধিকার বলে উল্লেখ করেছেন।

মার্কিন মুসলিম মানবাধিকার গ্রুপগুলো বাইডেনকে ইসরাইলের সহযোগী হিসেবে দেখছে। তারা বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের বিমান হামলাকে উৎসাহ ও ন্যায্যতা দিচ্ছেন।

গত সোমবার থেকে ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত অন্তত ১৮৮ জন শহীদ ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মুসলিম গ্রুপগুলো বলছে, বাইডেনের সাম্প্রতিক মন্তব্য গাজার ওপর ইসরাইলের সহিংসতাকে বাড়িয়ে তুলেছে। এ বিষয়ে ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনা যাবে না। অথচ ইসরাইলকে থামানোর রাজনৈতিক ক্ষমতা ও নৈতিক কর্তৃত্ব জো বাইডেনের আছে। সূত্র : পার্সটুডে

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর