মৃত ভিক্ষুকের বাড়িতে ট্রাংকভর্তি ১০ লাখ রুপি!

আপডেট: May 19, 2021 |

ভারতের অন্ধ্র প্রদেশের মন্দিরের শহর বলে খ্যাত তিরুমালায় এক মৃত ভিক্ষুকের বাড়ি থেকে ১০ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অর্থের মধ্যে বাতিল হওয়া বেশ কিছু নোটও ছিল।

তিরুমালা তিরুপাটি দেবাস্থানাম (টিটিডি)-এর নজরদারি বিভাগের কর্মকর্তারা শ্রীনিবাসাচারি নামের ভিক্ষুকের বাড়ি থেকে এই অর্থ উদ্ধার করেছেন।

ওই ভিক্ষুক সেশাচালাম নামে এলাকায় বরাদ্দ পাওয়া একটি বাড়িতে বাস করতেন। এই বাড়িতে ২০০৭ সাল থেকে তিনি থাকতেন। ঘরে লুকিয়ে রাখা ছিল এসব অর্থ।

গত বছর খারাপ স্বাস্থ্যের কারণে শ্রীনিবাসাচারির মৃত্যু হয়। তার পরিবারের কোনো সদস্যের কথা জানা না থাকায় টিটিডি বাড়িটি পুনরায় বরাদ্দের সিদ্ধান্ত নেয়।

টিটিডি ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা যখন বাড়িটিতে যান এবং তল্লাশি করেন তখন নোটভর্তি দুটি ট্রাংক খুঁজে পান। এগুলো অনেক বাতিল হওয়া নোটও ছিল।

কর্মকর্তারা জানান, দুটি ট্রাংকে প্রায় ১০ লাখ রুপি ছিল। এর মধ্যে বাতিল হওয়া ১ হাজার রুপির কিছু নোটও রয়েছে। এই অর্থ জব্দ করে টিটিডির কোষাগারে জমা দিয়েছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর