দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় কানাডার ক্ষমা প্রার্থনা

আপডেট: May 28, 2021 |

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬শ’র বেশী ইতালিয়ানকে আটক রাখার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে কানাডা। বৃহস্পতিবার (২৭ মে) দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অব কমন্সে তার ভাষণে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছেন।

এসব পরিবারের প্রায় ৩১ হাজার সদস্য “শত্রু পক্ষীয়” হিসেবে ঘোষিত হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত।

ট্রুডো বলেন, “হাজার হাজার নিরীহ ইতালিয়ান কানাডিয়ান পূর্বসূরিদের লজ্জা ও ক্ষত নিয়ে শত্রু পক্ষীয় হিসেবে ঘোষিত হওয়ায় তাদের সন্তান ও নাতি-নাতনিরা অতীতের লজ্জা বহন করছেন। এই সম্প্রদায় আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছেন। এই ঘটনার জন্য আমি দু:খিত।”

জার্মানির মিত্র হিসেবে ১৯৪০ সালে ইতালি যুদ্ধে জড়িয়ে পড়ে ৬শ’র বেশী ইতালিয়ানকে কানাডার ক্যাম্পে আটক রাখা হয়। বর্তমানে দেশটিতে ১৬ লাখ ইতালিয়ান আমেরিকান রয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর