গণমাধ্যম বয়কটে নিষিদ্ধ হওয়ার শঙ্কা ওসাকার

আপডেট: May 31, 2021 |

অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জয় করলেও ফ্রেঞ্চ ওপেন ছিল অধরা। গতকালই ৬৩তম বাছাই রুমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনে নিজের শুভসূচনা করেন নাওমি ওসাকা। তবে খেলা শেষে সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ায় ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে।

আজ সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে নাওমির অবস্থান এখন দুইয়ে।

এর আগে ওসাকা ঘোষণা দিয়েছিলেন যে, ‘তিনি ফ্রেঞ্চ ওপেনে খেলার পর সংবাদ সম্মেলনে অংশ নেবেন না। কারণ সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বার বার করা হয়। এতে মনের ওপর চাপ বাড়ে। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের সুরক্ষার প্রয়োজন আছে।’

নিয়ম ভেঙে সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ায় ওসাকাকে সতর্ক করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ বিষয়ে এক বিবৃতিতে ওসাকাকে এ ধরনের টুর্নামেন্ট থেকে বহিষ্কারেরও হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৩ বছর বয়সী ওসাকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেননি। তবে এবার মাঠে নামার পরই তিনি খুব বেশিক্ষণ লড়তে দেননি প্রতিপক্ষ ৬৩তম বাছাই প্যাট্রিসিয়া মারিয়া টিগকে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর