পাকিস্তানে ইতালির দূতাবাসের লকার রুম থেকে ভিসার স্টিকার চুরি

আপডেট: July 3, 2021 |

ভিসার স্টিকারই এবার চুরি হয়ে গেল দূতাবাসের লকার রুম থেকে। অবাক করার মতোই এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে ইতালির দূতাবাসে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রায় ১০০০টি শেনগেন ভিসার স্টিকার চুরি গিয়েছে ইসলামাবাদে ইতালির দূতাবাসের লকার রুম থেকে।

এ ঘটনায় হতবাক প্রত্যেকেই। চুরি যাওয়া ৭৫০ স্টিকার ভিসার নম্বর ওঞঅ০৪১৯১৩২৫১-ওঞঅ০৪১৯১৪০০০-এর মধ্যে এবং বাকি ২৫০টি ভিসার স্টিকার নম্বর ওঞঅ০৪১৯১৫৭৫১-ওঞঅ০৪১৯১৬০০০-এর মধ্যে। বিশ্বের সবচেয়ে বেশি শেনগেন ভিসা বাতিল হওয়া দেশগুলির তালিকায় ১১ নম্বরে রয়েছে পাকিস্তান।

আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি পাকিস্তানেরও শেনগেন ভিসা রিজেকশনের রেট অনেক বেশি।

পরিসংখ্যান বলছে, চলতি ২০২১ সালের এখনও পর্যন্ত ৪৩.৫ শতাংশ শেনগেন ভিসা বাতিল হয়েছে পাকিস্তানিদের। তবে ভিসার স্টিকার চুরির ঘটনা সত্যি ন্যক্কারজনক। এর সমালোচনা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো। খবর দ্য নিউজ ডটকম

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর