রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইউক্রেন

আপডেট: July 3, 2021 |

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের খেলা। এস্তাদিও অলিম্পিকোতে শনিবার রাত ১টায় ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচ।

তার আগে রাত ১০টায় আজারবাইজানের বাকু স্টেডিয়ামে চেক রিপাবলিক খেলবে ডেনমার্কের বিপক্ষে। সুপার সিক্সটিনের ম্যাচে জার্মানিকে হারিয়ে শক্তির জানান দিয়েছে ইংল্যান্ড, বাড়তি হাওয়া যোগ হয়েছে আত্মবিশ্বাসের পালে। ইউক্রেন ক্ল্যাশকে সামনে রেখে অনুশীলনে তাই খোশমেজাজে ইংলিশরা।

গলত বিশ্বকাপে সেমির পর এবারের ইউরোতে কোয়ার্টার। ইংল্যান্ড এগিয়ে চলেছে সাফল্য-খরা কাটাতে। মুখোমুখি লড়াইয়েও ইউক্রেনের বিপক্ষে এগিয়ে ইংলিশরা।

তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও দুশ্চিন্তায় নেই ইউক্রেন কোচ আন্দ্রে শেভচেঙ্কা। বরং শেষ আটে অঘটনের ছক কষা শুরু করেছেন ইউক্রেন বস।

স্কোরার হিসেবে শেষ আট পর্যন্ত দলকে একাই টেনেছেন রাহিম স্টার্লিং। শেষ ষোলোর ম্যাচে বাড়তি স্বস্তি হ্যারি কেইনের গোল। অন্যদিকে, ইউক্রেন ঠান্ডা মস্তিষ্কে ছুটে চলেছে অভিষ্ট লক্ষ্যে। রোমান ইয়েরেমচুক দলটির তুরুপের তাস। এছাড়া আন্দ্রে ইয়ারমোলেনকোও ওদের ভরসার নাম।

ইনজুরির কারণে ছিটকে গেছেন ইউক্রেন স্টাইকার আর্তিউম বিসিডেন। ডেনিস ফপভ ও আলেক্সোন্ডার জাভকবের খেলা অনিশ্চিত। ইংলিশ শিবিরে নেই ইনজুরি সমস্যা। শেষ আটের আরেক ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ চেক রিপাবলিক। দুদলেরই লক্ষ্য দ্বিতীয় শিরোপা।

ইউরোয় এবার চেক রূপকথা একাই লিখেছেন প্যাট্রিক শিক। এছাড়া তমাস হোলাসও আছেন ফর্মে।

ডেনমার্ক খেলছে ক্রিশ্চিয়ান এরিকসনের জন্য। ক্যাসপার ডলবার্গ ওদের বড় তারকা। এ ছাড়া ইউসুফ পৌলসেন, ক্রিশ্চিয়ানসেনরা আছেন অনুপ্রেরণার উৎস হয়ে।

ইনজুরি সমস্যা নেই কোনো দলেই। শক্তির বিচারে দুদলই সমানে সমান। তাই ঘটতে পারে যে কোনো কিছুই।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর