হাইতিতে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬

আপডেট: July 4, 2021 |
print news

হাইতিতে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন একটি মার্কিন মিশনারির সদস্য ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী পোর্ট অব প্রিন্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার ৬টা ৫৭ মিনিটে বিমানবন্দর থেকে যাত্রা করেছিল।

ন্যাশনাল সিভিল এভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, যাত্রা করার এক ঘণ্টা পরেই রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেলে পৌঁছানোর কথা ছিল উড়োজাহাজটির। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি দুুর্ঘটনায় পতিত হয়।

এনসিএও এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি ছয়জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। হাইতির ওয়েস্ট ডিপার্টমেন্টের নাগরিক সুরক্ষা সমন্বয়কারী গুটেনবার্গ ডেসটিন এএফপিকে নিশ্চিত করেছেন যে, উড়োজাহাজে থাকা ছয় আরোহীই নিহত হয়েছেন।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। হাইতিতে মার্কিন মিশনারি সংস্থা গোসপেল জানিয়েছে, দুর্ঘটনায় ওই সংস্থার দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ট্রেন্ট হোসটেল্টার (৩৫) এবং অন্যজন জন মিলার (৪৩)।

দুই উড়োজাহাজে করে বড় একটি গ্রুপ বের হয়েছিল। প্রথম উড়োজাহাজে হোসটেল্টারের স্ত্রী এবং সন্তানরা ছিল। সৌভাগ্যক্রমে ওই উড়োজাহাজটি ভালোভাবেই গন্তব্যে পৌঁছেছে। দ্বিতীয় উড়োজাহাজটি পৌঁছাতে দেরি করায় হোসটেল্টারের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তী সময় তারা দুর্ঘটনার খবর পায়।

ঘটনাস্থলে একটি তল্লাশি টিম পাঠানো হলে তারা আজ সকালে উড়োজাহাজটির খোঁজ পায় এবং ওই উড়োজাহাজে থাকা ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর