বাংলাদেশিরা ভারত থেকে আসতে পারবে সপ্তাহে ৩ দিন

আপডেট: July 4, 2021 |
print news

ভারতে অবস্থান করা বাংলাদেশিরা সপ্তাহে তিনদিন সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

আজ রোববার (৪ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তৃতাকালে ডা. নাজমুল ইসলাম এসব কথা বলেন। তিনি ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, হিলি, দর্শনা, সোনামসজিদ বন্দর দিয়ে তারা দেশে ফেরার সুযোগ পাবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসা বা অন্য কাজে প্রতিবেশী দেশ ভারতে যান। তাদের অধিকাংশই স্থলবন্দর ব্যবহার করে যাতায়াত করেন। সরকার নির্ধারিত নিয়ম-কানুন প্রতিপালন করেই তারা সেখানে যান এবং ফিরে আসেন।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর