সরকার পরিবর্তনে পরমাণু সমঝোতা সংক্রান্ত নীতিতে পরিবর্তন হবে না: ইরান

আপডেট: July 7, 2021 |

ইরান বলেছে, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে দেশটি যে পরমাণু সমঝোতা সই করেছে তা ইসলামি শাসনব্যবস্থার ‘মৌলিক অবস্থান’ মেনে করা হয়েছে; কাজেই সরকার পরিবর্তনের ফলে এ সংক্রান্ত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন।

তিনি বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তাতে কোনো চুক্তি সই করা সম্ভব হলে তাও নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি’র সম্ভাব্য প্রশাসন মেনে চলবে।
গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রায়িসি এবং তিনি আগামী মাসের মাঝামাঝি সময়ে দেশ পরিচালনার দায়িত্ব বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে বুঝে নেবেন।

ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য রায়িসি সরকার ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে চায় বলে কোনো কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর খাতিবজাদে তেহরানের অবস্থান স্পষ্ট করলেন।

একইসঙ্গে তিনি একথাও বলেন, পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে চাইলে আগে আমেরিকাকে ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের এই মূলনীতিতেও সরকার পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর