মোরেলগঞ্জে যুবককে হত্যার ঘটনায় ঘাতক কিশোরকে আটক করেছে পুলিশ

আপডেট: May 14, 2024 |
inbound592999440974696129
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আল ইমরান (২৫) নামের এক ইজিবাইক চালককে ধারালো ছুরির আঘাতে হত্যার ঘটনায় ঘাতক আহাদকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) সকাল ৭টার দিকে ঘাতক আহাদ ওরফে নাইম (১৭) কে পুলিশ আটক করতে সক্ষম হয়।

আটককৃত আহাদ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের সেলিম শেখের পুত্র ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,সোমবার (১৩ মে) রাত ৮ টার দিকে আল ইমরান ভ্যানে করে কিছু সুপারি বিক্রির উদ্দেশ্যে মোরেলগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা বাজারে পৌছালে ভ্যান ও ইজিবাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বখাটে আহাদের সঙ্গে তর্ক বাধে নিহত ইমরানের।

তর্কের এক পর্যায়ে বখাটে আহাদ ইমরানের বুকে ধারালো ছুরিকাঘাত করে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান খান পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরণী পত্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে ও পেশায় একজন ইজিবাইক চালক ।

এ তথ্য নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ওভারটেককে কেন্দ্র করে ধারালো ছুরিকাঘাতে ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে৷ ঘাতককে ১০ ঘন্টা অভিযান চালিয়ে উপজেলার ভাটখালী গ্রাম থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর