উইম্বলডন জিতলেন অ্যাশলি বার্টি

আপডেট: July 11, 2021 |

প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে টাইব্রেকারে কোনোমতে জিতলেন কারোলিনা প্লিসকোভা। কিন্তু শেষ সেটে পারলেন না তেমন কোনো প্রতিরোধ গড়তে। দারুণ জয়ে প্রথমবারের মতো উইম্বলডনের মুকুট পরলেন অ্যাশলি বার্টি। দীর্ঘ চার দশকের বেশি সময়ের অপেক্ষা ঘুচল অস্ট্রেলিয়ার।

অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার উইকেটে শনিবার নারী এককের ফাইনালে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ গেমে শিরোপা জেতেন ২৫ বছর বয়সী বার্টি।

৪১ বছরে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডন এককে চ্যাম্পিয়ন হলেন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের সেরা তারকা। অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা ইভন গুলাগং কলি তার দুই উইম্বলডন শিরোপার শেষটি জিতেছিলেন ১৯৮০ সালে।

বার্টি ও প্লিসকোভা, দুজনের জন্যই এটি ছিল উইম্বলডনের প্রথম ফাইনাল। দারুণ পারফরম্যান্সে ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি ২০১৯ সালের ফরাসি ওপেনে। সেবছর ডব্লিউটিএ ট্যুর ফাইনালসও জিতেছিলেন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর