ইউরোপীয় দেশগুলোর প্রতি কাবুলের আহ্বান

আপডেট: July 12, 2021 |

অভিবাসী আফগানদের আগামী তিন মাস জোরপূর্বক বহিষ্কার না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তান। তালেবান হামলা মোকাবেলায় আফগান নিরাপত্তা বাহিনীর লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির সরকার এ আহ্বান জানায়।

দেশটির শরণার্থী ও পুনর্বাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেড়ে যাওয়া তালেবান সন্ত্রাসীদের হামলা এবং করোনার তৃতীয় দফার সংক্রমণের কারণে বড় ধরণের সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত-আশ্রয় দেয়া দেশগুলো যেন আফগান শরণার্থীদের অন্তত আগামী তিন মাস জোর করে বহিস্কার না করে।

এতে আরো বলা হয়, ইউরোপ থেকে আফগানদের ফিরে আসা উদ্বেগজনক।

জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য মতে, ২০১৮ সাল থেকে আফগানিস্তানের প্রায় ২৫ লাখ রেজিষ্টার্ড শরণার্থী রয়েছে যা বিশ্বের শরণার্থী জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম।

এদিকে আফগনিস্তানে রোববার এক হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মহামারি শুরুর পর এ পর্যন্ত প্রায় এক লাখ ৩৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে পাঁচ হাজার সাতশ’রও বেশি লোক।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর