ভারতে কমেছে মৃত্যু, বেড়েছে সংক্রমণ

আপডেট: July 14, 2021 |
print news

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়েছে। তবে এ সময়ের মধ্যে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন তিন কোটি ৯ লাখ ৪৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ১১ হাজার ৪০৮ জনের।

এর আগে মঙ্গলবার দেশটিতে ৩২ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছিল দুই হাজার ২০ জনের।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

বুধবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৬৫ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮৬ লাখ মানুষ।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর