গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা

আপডেট: July 15, 2021 |

ফিলিস্তিনি তরুণরা গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছেন।

সংবাদ মাধ্যম নিউ প্রেস বুধবার জানায়, উত্তর গাজার তুবাসে অবস্থিত আল-ফারিয়া শরণার্থী শিবিরের তরুণদের প্রচেষ্টায় দখলদারদের একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, তুবাস এলাকায় এক অভিযানের সময় কারিগরি সমস্যার কারণে ড্রোন ভূপাতিত হয়েছে।

এর আগে মঙ্গলবারও ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ইসরায়েলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানায়। মঙ্গলবার যে ড্রোনটি পাওয়া যায়, তা ‘স্কাই লার্ক’ মডেলের।

এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এ ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না। এ কারণে এর উপস্থিতি টের পাওয়া যায় না সহজে। তথ্যসূত্র : পার্সটুডে

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর