মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে দুটি ভবন ধসে নিহত ১৫

আপডেট: July 18, 2021 |
print news

ভারতের বৃহত্তম শহর মুম্বাইয়ের চেমবুর ও বিক্রোলি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে দুটি বাড়ি ভেঙে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে।

শনিবার গভীর রাতে চেমবুরের ভারত নগর এলাকায় একটি বাড়ি ও আজ রবিবার সকালে বিক্রোলির সুরিয়া নগরে আরেকটি ভবন ধসে পড়ে।

চেমবুরে ধ্বংসস্তূপের নিচ থেকে সাতজনের মৃতদেহ বের করে আনা হয় ও ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্রোলিতে দোতালা একটি আবাসিক ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়। এখানে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও নয়জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

দুই জায়গায়ই ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন বলে ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনী ও মুম্বাই পুলিশ জানিয়েছে। উদ্ধার কাজ অব্যাহত আছে।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত মুম্বাই ও এর আশপাশের এলাকায় টানা কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করে লোকজনকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে রবিবার ভোররাত ২টা পর্যন্ত মুম্বাই শহরে ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন। এতে মুম্বাইয়ের নিচু এলাকাগুলো পানিতে পানিতে তলিয়ে যায়। কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর