শেষ মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে অলিম্পিক গেমস

আপডেট: July 21, 2021 |

একেবারে শেষ মুহূর্তেও টোকিও অলিম্পিক বাতিল হয়ে যেতে পারে। এমন আশঙ্কা করলেন খোদ অলিম্পিকের মুখ্য অধিকর্তা তোসিরো মুতো।

ইতিমধ্যেই গেমস ভিলেজের কঠিন জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা ঢুকে পড়েছে। একাধিক দেশের অ্যাথলিট ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই অলিম্পিক বাতিল করে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

একটি সাংবাদিক সম্মেলনে তোসিরো মুতো বলেন, যে হারে ভাইরাসের প্রকোপ বাড়ছে, তাতে ভবিষ্যতে কী হবে এখনই বলা যাচ্ছে না। সেই জন্য আমাদের একটি বিশেষ দল ভাইরাস হানার দিকে নজর রাখছে। দরকার পড়লে শেষ মুহূর্তেও আমাদের অলিম্পিক বাতিল করতে হতে পারে।

কোভিড আক্রান্ত জাপানের অগণিত সাধারণ মানুষও এই সময় অলিম্পিক্স চাইছেন না। তাদের প্রতিবাদ চলছে। একরাশ বিতর্কের মধ্যে আদৌ কি অলিম্পিকের মশাল জ্বলবে, এটাই দেখার বিষয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর