গবেষক ভূঁইয়া ইকবাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন

আপডেট: July 22, 2021 |
print news

গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জলাই) ভোর ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক ভূঁইয়া ইকবালের ছেলে অনিন্দ্য ইকবাল বলেন, বাবা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। রিপোর্টও নেগেটিভ এসেছিল। করোনা পরবর্তী জটিলতা থাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টায় তিনি মারা যান।

অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা স্নাতকোত্তর পাস করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের সূচনা তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায়। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং বাংলা বিভাগের অধ্যাপক পদ থেকে ২০১৩ সালে অবসর নেন।

তিনি অধ্যাপনার পাশাপাশি চালিয়ে যান গবেষণা সম্পাদনা। তার অন্যতম গ্রন্থ— আবুল কালাম শামসুদ্দীন, আনোয়ার পাশা, বুদ্ধদেব বসু, শশাঙ্কমোহন সেন, (স্যার) আজিজুল হক, বাংলাদেশের উপন্যাসে সমাজচিত্র, রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র, রবীন্দ্রনাথ: তাঁর চিঠি, তাঁকে চিঠি এবং বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা। সম্পাদনা করেছেন—মানিক বন্দ্যোপাধ্যায়, নির্বাচিত রচনা: আবদুল করিম সাহিত্যবিশারদ, নির্জনতা থেকে জনারণ্যে।

পেয়েছেন বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার ও গবেষণার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর