লখনৌ পরিণত হবে দিল্লিতে

আপডেট: July 27, 2021 |
print news

ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ তিকাইত হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ অভিমুখী সকল রাস্তা আগামী ৫ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে।

গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলনের আট মাস পূর্তিতে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লখনৌ পরিণত হবে দিল্লিতে। এর আগে গত বছরের ২৬ নভেম্বর থেকে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ভারতীয় কৃষকরা।

আইনগুলো বাতিলের দাবিতে দিল্লির বিভিন্ন সীমান্তে অবস্থান নিয়ে আছে কৃষকরা। কৃষক নেতা ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও অচলাবস্থা কাটেনি।
সূত্র: এনডিটিভি।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর