২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু ৬৪০ জনের

আপডেট: July 29, 2021 |
print news

গতকাল বুধবারের তুলনায় দেশজুড়ে কিছুটা নিম্নমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। তবে সামান্য বেসামাল হলে করোনা পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে বলে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। যা বুধবারের তুলনায় কিছুটা কম। কারণ, ওইদিন ৪৩ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে মঙ্গলবার করোনা গ্রাফ নেমেছিল ৩০ হাজারের নিচে।

তার ফলে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ১১৪ জন। অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬৪০ জনের। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জন। ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ।

করোনা সংক্রমণ রুখতে পরীক্ষা এবং টিকা নেওয়া অত্যন্ত জরুরি। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।  করোনাকে রুখতে জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচিও।

আগামী মাসেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সামান্য বেসামাল হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। তা সত্ত্বেও এখনও অনেকেই পরছেন না মাস্ক। মানছেন না কোভিডবিধিও।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর