বড় জয়ে অলিম্পিকের সেমিতে স্পেন

এবারের টোকিও অলিম্পিক ফুটবলে অন্যতম ফেভারিট দল স্পেন। কোয়ার্টার ফাইনালে সেটা আরও একবার প্রমাণ করল তারা। আইভরি কোস্ট অনূর্ধ্ব-২৩ দলকে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশ অনূর্ধ্ব-২৩ দল।
নির্ধারিত সময়ে খেলা অবশ্য ছিল ২-২ গোলে ড্র। পরে অতিরিক্ত সময়ে আইভরি কোস্টের জালে একে একে তিন গোল দেয় স্পেন। অবশ্য ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল আইভরি কোস্ট। ১০ মিনিটের সময় এরিক বেইলি গোল করে স্প্যানিশদের এগিয়ে দেন।
৩০ মিনিটের মাথায় স্পেনকে সমতায় ফেরান দানি আলমো। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আইভরি কোস্টকে ফের এগিয়ে দেন ম্যাক্স গ্রাডেল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ম্যাচে আবারও সমতা টানেন রাফা মীর।
এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে ৯৮ মিনিটে মিকেল ওরাজাবালা ও পরে রাফা মীর আরও দুই গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন। সঙ্গে রাফা পূরণ করেছেন নিজের হ্যাটট্রিকও।