দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট উদ্বোধন করলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের পরিকল্পনায় ও সার্বিক সহযোগিতায় আজ সকাল ১১টায় করোনা ইউনিট উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক কামরুল হাসান, বলেন আগের ১৭ বেডের সাথে এই ১৫ বেড সংযুক্ত হলো মোট ৩২ বেডে উন্নত হয়েছে।
পরে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের শারীরিক খোঁজ খবর নেন এবং সঠিক ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য কর্মরত চিকিৎসক ও নার্সদের পরামর্শ দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন প দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম শোভন, সহকারী কমিশনার(ভূমি) সুকান্ত সাহা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।