অলিম্পিকের ফাইনালে ব্রাজিল-স্পেনের লড়াই
আপডেট: August 4, 2021
|

সাইতামা স্টেডিয়ামে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে গোল পায়নি স্পেন। জাপান ফাঁকে ফাঁকে চেষ্টা করেছে। তবে গোলের দেখা পায়নি তারাও।
নির্ধারিত সময় গোলহীন থাকায় ম্যাচ গড়া অতিরিক্ত সময়ে। সেখানে ১১৫ মিনিটে স্পেন সমর্থকদের ঠোঁটে হাসি ফোটান রিয়াল মাদ্রিদ উইঙ্গার আসেনসিও। মাইকেল ওয়ারজাবালের অ্যাসিস্টে আসেনসিও লক্ষ্যভেদ করেন। বক্সের ডানপ্রান্তে থেকে ভেতরে ঢুকে নেওয়া এই উইঙ্গারের বাঁকানো শট জালে জড়ালে আনন্দে মাতে স্পেন।
আগামী ৭ আগস্ট সোনার মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল ও স্পেন। আর আগের দিন (৬ আগস্ট) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাপান খেলবে মেক্সিকোর বিপক্ষে।