জাপানের নাগাসাকিতে ভূমিধসে এক নারীর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট: August 14, 2021 |

ভারি বৃষ্টির কারণে জাপানের নাগাসাকিতে সৃষ্ট ভূমিধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন এখনও নিখোঁজ, এরা মৃত নারীর পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ভূমিধসে দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে; এর মধ্যে একটি বাড়ি থেকে বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত বয়স ৬০ এর ঘরে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার জাপানের বিভিন্ন অংশে রেকর্ড বৃষ্টিপাত দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার ঝুঁকি সতর্কতার আওতা বাড়িয়েছে; এর ফলে বিভিন্ন এলাকার ১০ লাখেরও বেশি মানুষকে এখন প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, ভূমিধসের ব্যাপারে সাবধান থাকতে হচ্ছে। একটি এলাকায় শনিবার সকাল পর্যন্ত ৭২ ঘণ্টায় ৪০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। টেলিভিশনের ফুটেজে হিরোশিমার কিছু কিছু অংশে নদীর পানির তীর উপচে ভেতরে ঢুকে পড়ার দৃশ্য দেখা গেছে; পশ্চিম জাপানের অন্যান্য অনেক এলাকাতেও নদীর পানি বিপজ্জনক সীমায় অবস্থান করছে। দেশটির প্রাচীন রাজধানী কিয়োটোর মাঝ দিয়ে বয়ে চলা কামো নদীর পানি বিপৎসীমার উপরে থাকলেও শনিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত নদীটির আশপাশের কোনো এলাকায় বন্যা দেখা যায়নি।

ভারি বর্ষণ এখন জাপানের প্রধান দ্বীপ হোনশুর মধ্যভাগে চলে গেছে; দেশটিতে চলতি সপ্তাহজুড়েই বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর