আগস্টেই ঢাকায় আসছে আরও দুই মেট্রো ট্রেনসেট

আপডেট: August 16, 2021 |
print news

জাপান থেকে তৃতীয় ও চতুর্থ মেট্রো ট্রেনসেট চলতি আগস্ট মাসেই ঢাকায় এসে পৌঁছাবে বলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সূত্রে জানা গেছে। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল রুটে চলবে এই রেল দুটি।

রোববার (১৫ আগস্ট) প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, তৃতীয় এবং চতুর্থ ট্রেনসেট গত ২২ জুন জাপানের কোবে সমুদ্র বন্দর হতে জাহাজে করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

গত ২০ জুলাই বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। মোংলা বন্দরের শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাদি শেষে চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার উত্তরার ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

ডিএমটিসিএল সূত্রে আরও জানা গেছে, ৫ম ট্রেনসেট বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য সময় আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ।

দেশের প্রথম মেট্রোরেললাইন ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। আপাতত এটির রুট উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে পর্যন্ত।

এটি বর্ধিত করা হবে কমলাপুর পর্যন্ত। এমআরটি লাইন-৬ নামের এই মেট্রোরেল প্রকল্পে ব্যয় হচ্ছে ২২ হাজার কোটি টাকার মতো।

আটটি অংশে ভাগ করে মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর