নিজ দলের ফুটবলারকে ঘুষি মেরে লাল কার্ড দেখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার

আপডেট: August 17, 2021 |

সতীর্থকে আঘাত করে লাল কার্ড দেখার মতো ঘটনা সচরাচর দেখা যায় না ফুটবলে। তবে এমনটাই ঘটেছে তুর্কি লিগে। নিজ দলের ফুটবলার কেরেমকে ঘুষি মারায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তুর্কি লিগে খেলা গ্যালাতাসারাইয়ের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্চাও।

তুর্কি সুপার লিগের খেলা চলাকালীন হঠাৎ করেই গ্যালাতাসারাইয়ের চার ফুটবলার মাঠে জটলা তৈরি করেন।

এ সময় দেখা যায় তাদের দু’জন একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন এবং সেখানে থাকা বাকি দুজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। এসবের মাঝেই মার্চাও তার সতীর্থ কেরেম আকতুরকোগ্লুর মাথায় আঘাত করার সাথে সাথে ঘুষিও মেরে বসেন। দলের অন্য খেলোয়াড়রা ছুটে এসে মার্চাওকে শান্ত করার চেষ্টা করেন।

রেফারি এ ঘটনায় গ্যালাতাসারাইয়ের হয়ে ১০২ ম্যাচ খেলা ২২ বছর বয়সী মার্চাওকে লাল কার্ড দেখান। তুর্কি লিগের বাইলজ অনুযায়ী, শাস্তি হিসেবে ৫ থেকে ১০ ম্যাচের জন্য বহিস্কার করা হতে পারে মার্চাওকে।

বৈশাখী নিউজ/ইডি

Share Now

এই বিভাগের আরও খবর