করোনাভাইরাস মুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী

আপডেট: August 19, 2021 |
print news

করোনাভাইরাসকে জয় করে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরেন তিনি। তখন বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনী সোফিয়া ও মারশিয়া। বাসায় ফিরে নাতনীদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে।

এর আগে গত সোমবার আবুল মাল আবদুল মুহিতের নমুনা পরীক্ষার ফল করোনা নেগেটিভ আসে। গত ২৭ জুলাই সাবেক অর্থমন্ত্রীর দেহে করোনা শনাক্ত হয়। ২৯ জুলাই তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর