দেড় বছর পর খুললো স্বপ্নপুরী

আপডেট: August 19, 2021 |
print news

লকডাউন উঠে যাওয়ায় আজ থেকে পুনরায় খুলে দেয়া হয়েছে দিনাজপুরে অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিনোদনকেন্দ্র স্বপ্নপুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বপ্নপুরীর কর্ণধার শিবলী সাদিক।

তিনি জানান, দেশের সব বিনোদনকেন্দ্র খুলে দেয়ায় স্বপ্নপুরী দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পার্কের সব কার্যক্রম চলবে। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ও বিনোদনপ্রেমী যারা এখানে আসবেন তাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।

স্বপ্নপুরী ১৯৮৯ সালে প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত। পার্কের ভেতরে ৮০০ দোকান রয়েছে। এখানে কর্মরত আছেন ২০০ মালি, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নকর্মী। জানা গেছে দীর্ঘদিন বিনোদন কেন্দ্র বন্ধ থাকলেও তাদের নিয়মিত বেতন দিয়েছে কর্তৃপক্ষ। তবে দিশেহারা হয়ে পড়েছিলেন দোকান ব্যবসায়ীরা।

আমজাদ হোসেন নামে এক দোকানি বলেন, প্রায় দেড় বছর স্বপ্নপুরী বন্ধ থাকায় অনেক বিপদে ছিলাম। সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। আজ পার্কটি পুনরায় চালু হওয়ায় কিছুটা দুশ্চিন্তামুক্ত হলাম।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর