করোনার জেরে মন্দায় পড়ল জার্মানি

আপডেট: May 25, 2020 |

করোনায় দীর্ঘ লকডাউনে মন্দায় পড়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ জার্মানি। দেশটিতে বিনিয়োগ, ভোক্তা ব্যয় ও রপ্তানি কমেছে। সোমবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ তিনমাসে অর্থনীতি সংকোচিত হয়েছে ২.২ শতাংশ। যা ২০০৯ সালের পর সবচেয়ে বড় সংকোচন।

এর আগের প্রান্তিক অর্থাৎ ২০১৯ সালের শেষ তিনমাসে অর্থনীতি সংকোচিত হয় ০.১ শতাংশ। কোন দেশের অর্থনীতির টানা দুই প্রান্তিক সংকোচিত হলে তাকে মন্দা বলে ধরে নেয়া হয়। পরিসংখ্যান দপ্তর জানায়, গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম তিনমাসে মূলধন বিনিয়োগ কমেছে ৬.৯ শতাংশ, ভোক্তা ব্যয় কমেছে ৩.২ শতাংশ এবং রপ্তানিও পড়েছে ৩.১ শতাংশ।

সোমবার জার্মানিতে নতুন করোনা রোগী ২৮৯ জন বেড়ে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭০ জন। মৃতের সংখ্যা ১০ জন বেড়ে হয়েছে ৮ হাজার ২৫৭ জন। ইউরোপের পাওয়ার হাউজ খ্যাত এ দেশটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে।সূত্র: রয়টার্স

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর