করোনায় ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ১৪ হাজার

আপডেট: June 20, 2020 |

ভারতে প্রতিদিনই চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত-মৃতের রেকর্ড ভাঙার খেলা। গত ২৪ ঘণ্টাতেও অব্যাহত থাকল সেই ধারা। এদিন নতুন করে সাড়ে ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে ১৪ হাজার ৫১৬ জন। ফলে, টানা তৃতীয় দিনের মতো ভেঙেছে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এখন পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮১২ জন। আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে চতুর্থ এবং এশিয়ায় শীর্ষে রয়েছে তারা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৭৫ জন। এ নিয়ে সেখানে মোট ১২ হাজার ৯৪৮ জনের প্রাণ কাড়ল এই ভাইরাস।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচে থাকলেও সুস্থতার বিচারে বেশ এগিয়ে ভারত। ইতোমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন সেখানে। শনিবার দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১২ শতাংশ। সূত্র: এনডিটিভি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর