ইরানের জ্বালানিবাহী জাহাজ আটক করেছে ‍যুক্তরাষ্ট্র

আপডেট: August 14, 2020 |

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করায় এই প্রথমবারের মতো ইরানের ৪টি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। কোনো রকম বল প্রয়োগ ছাড়াই জাহাজগুলো জব্দ করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। জব্দ হওয়া জাহাজগুলো হলো, লুনা, পান্ডি, বেরিং এবং বেলা। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।

ভেনেজুয়েলাগামী ইরানের এ জাহাজগুলো জব্দ করার জন্য গত মাসে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করা হয়। যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচিত এই দুই দেশকে অর্থনৈতিক চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসন মামলাটি দায়ের করে। বিশ্লেষকরা বলছেন, মামলাটি করে ইরান জ্বালানী বিক্রি করে যে রাজস্ব আদায় করে সেটি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।

গত ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে তারা পরমাণু কার্যক্রম চালাচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর