দুই-চারদিনের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের চুক্তি হবে : স্বাস্থ্য মন্ত্রী

আপডেট: October 31, 2020 |

শীতের সময় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। যারা ভ্যাকসিন তৈরি করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। দুই-চারদিনের মধ্যে চুক্তি হবে। আমাদের আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। দেশ থেকে এখনও করোনাভাইরাস চলে যায়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল‌্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে খাদ‌্যপণ‌্য ও স্বাস্থ‌্য সুরক্ষাসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ‌্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকাতে সোয়া ২ লাখ লোক মারা গেছেন। আমরা আর একটিও মৃত্যুও চাই না। আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে কাজকর্ম করতে হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ‌্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর